উপজেলা আইসিটি অফিসের উল্লখযোগ্য কার্যক্রমসমূহঃ
১। ওয়েব পোর্টাল প্রশিক্ষণ
২। ই/ডি নথি প্রশিক্ষণ
৩।ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন ও রক্ষণাবেক্ষণ (ইনফো-সরকার প্রকল্পের মাধ্যমে)
৪। ল্যাব স্থাপন ও রক্ষণাবেক্ষণ এবং মনিটরিং (এসআরডিএল প্রকল্প)
৫। ডিজিটাল লিটারেসি অর্জনে কারিগরি সহায়তা প্রদান (মুক্ত পাঠ )
৬। নারীদের আইসিটি খাতে প্রশিক্ষণ প্রদান(হার পাওয়ার প্রকল্প)
৭। প্রোগ্রামিং, 4IR, ইনোভেশন, তথ্য অধিকার সেমিনার আয়োজন
৮। উপজেলা ডিজিটাল হাব স্থাপন (ইডিসি প্রকল্প)
৯। স্কুল, কলেজ ও ইউনিয়নের পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন স্থাপন (ইডিসি প্রকল্প)
১০। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম মনিটরিং
১১। শেখ রাসেল দিবস, ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
১২। আইটি পণ্য সামগ্রী ক্রয়ে স্পেসিফিকেশন প্রনয়ণ ও কারিগরি পরামর্শ প্রদান
১৩। উন্নয়ন মেলা, ডিজিটাল মেলা, উভাবনী মেলা আয়োজন
১৪। আইসিটি কমিটি, ইনোভেশন কমিটির কার্যক্রম পরিচালনা
১৫।CAMS ,সুরক্ষা সহ বিভিন্ন MIS সিস্টেমের মাধ্যমে অন্য দপ্তরকে সহায়তা প্রদান।
১৬। জেলা আইসিটি অফিসের মাধ্যমে টিকার তথ্য সংশোধন ।
১৭। আইসিটি বিভাগের আওতাধীন সকল দপ্তর/ সংস্থার বাস্তবায়তাধীন প্রকল্প সমূহের তদারকি ও রিপোর্ট প্রদান।
১৮। উপজেলা আইসিটি অফিসের অভ্যন্তরীণ সকল সেবা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস