স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশে স্থাপিত মোট ৯০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য ল্যাবপ্রাপ্ত শিক্ষা
প্রতিষ্ঠানের মোট ৩৬০২০ জন শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম দেশব্যাপী শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জ সদরে আজ ৩১ই আগস্ট থেকে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের ২টি ব্যাচের কার্যক্রম (১১৪তম এবং ১১৫তম ব্যাচ:সুনামগঞ্জ সদরের ১ম এবং ২য় ব্যাচ) শুরু হচ্ছে। ১১৪তম ব্যাচের ভেন্যু ছিলো সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় এবং ১১৫তম ব্যাচের ভেন্যু ছিলো বুলচান্দ উচ্চ বিদ্যালয়।
সকাল ১০ ঘটিকায় প্রধান অতিথি জনাব হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইসিটি বিষয়ে দক্ষতা ও জ্ঞান চর্চা বৃদ্ধির উপর গুরুত্ব আলোকপাত করেন। পরবর্তীতে বিশেষ অতিথি জনাব মো: আব্দুল বাতেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সুনামগঞ্জ সদর প্রশিক্ষণার্থী শিক্ষকগণের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রিপন চন্দ্র সূত্র ধর, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সুনামগঞ্জ সদর। তিনি সমগ্র প্রশিক্ষণ কার্যক্রমের সার-সংক্ষেপ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষক মৃত্যুঞ্জয়।